রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৬ জনের মৃত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৬ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৫ জন নারী এবং ১১ জন পুরুষ।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ জুন থেকে ২৩ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৪৫ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১২৫ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।