1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
পুরনোরাই দায়িত্বে থাকবেন ইউনিয়ন পরিষদে
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

পুরনোরাই দায়িত্বে থাকবেন ইউনিয়ন পরিষদে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৩৭ জন পড়েছেন

করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাচন না হওয়ায় যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ শেষ হবে তাদেরকেই পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ওই সব পদে বহাল রাখবে সরকার।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা মঙ্গলবার এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়াতে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান স্থগিত করেছে।

‘অতএব মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে ইউনিয়ন পরিষদগুলোকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হল।’

দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে মহামারির সময় মাত্র দুই শতাধিক ইউপিতে এখন পর্যন্ত ভোট করতে পেরেছে নির্বাচন কমিশন। ২০১৬ সালে মার্চ থেকে জুনের মধ্যে ছয় ধাপে আগের মেয়াদে ভোট হয়েছিল। চলতি বছর মেয়াদ শেষ হওয়ার নির্ধারিত সময়ের মধ্যে ভোটের প্রস্তুতি শুরু করলেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতিতে আটকে রয়েছে পরবর্তী কার্যক্রম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!