1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
  4. salauddinsuvo80@gmail.com : Salauddin Suvo : Salauddin Suvo
ফের ইনজুরিতে মোস্তাফিজ, খেলবেন না প্রথম ওয়ানডেতে
মঙ্গলবার, ০৩ অগাস্ট ২০২১, ০২:৪৪ পূর্বাহ্ন

ফের ইনজুরিতে মোস্তাফিজ, খেলবেন না প্রথম ওয়ানডেতে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৪ জন পড়েছেন

আবারও ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজুর রহমান। তবে এবারের চোট তেমন গুরুতর নয়।

ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই শুরু খেলা হচ্ছে না তার।
চোট, খারাপ ফর্ম কাটিয়ে বল হাতে ভালোই ছন্দে ছিলেন ‘কাটার মাস্টার’। কিন্তু হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিংয়ে এসে প্রথম ওভারেই ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান তিনি। এরপর ওই ওভারের শেষ বলটা না করেই মাঠ থেকে উঠে যান।

বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজের চোটের জায়গাতে ফোলা আছে। দলের প্রধান বোলারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট। যে কারণে প্রথম ওয়ানডেতে তিনি নেই।

দলীয় সূত্র জানিয়েছে, মোস্তাফিজের সেরে উঠতে অন্তত ৩-৪ দিন লাগবে। ফলে আগামীকাল প্রথম ওয়ানডেতে ‘ফিজ’কে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৮ জুলাই। তার আগেই ফিজ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে পারিবারিক কারণে সফরের মাঝপথে দেশে ফিরছেন মুশফিকুর রহিম। অন্যদিকে অধিনায়ক তামিম ইকবাল চোট নিয়েই খেলবেন। এবার এক ম্যাচের জন্য ছিটকে গেলেন মোস্তাফিজও। সবমিলিয়ে বেশ বড় ঝামেলাতেই পড়ে গেল টাইগাররা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!