1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
একগুচ্ছ কদম হাতে মিনহাজ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

একগুচ্ছ কদম হাতে মিনহাজ

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৯৩ জন পড়েছেন

দৃশ্যটি টাঙ্গাইল সদরের হাউজিং মাঠ এলাকার। ছেলেটির নাম মিনহাজ। তার বাবার পেশা গাছ কর্তন করা আর মায়ের পেশা মানুষের বাসা বাড়িতে কাজ করে দেয়া।

ছেলেটিকে তারা বিদ্যালয়ে ভর্তি করালেও পড়াশোনা বন্ধ করোনার কারণে। নিজেরা অজ্ঞ হওয়ায় মিনহাজকেও পড়াতে পারছেন না বলে জানায় মিনহাজ৷ তাই বন্ধুদের সাথে কদম ফুল গাছ থেকে ছিঁড়ে বিক্রি করলে কিছু সহায়তা পাবে এটাই ছিল তার লক্ষ্য। কিন্তু কেউ তা না কেনায় অবশেষে বিনামূল্যে কদম ফুল বিতরণ করে দিয়েছে তারা। রাস্তা দিয়ে যারাই যাচ্ছে, তাদেরকে কদমফুল উপহার দিচ্ছে তারা।

মূলত কদম হলো বর্ষার ফুল। কদম ফুল ফোঁটার পর থেকেই চিরায়ত রোমান্টিকভাবে প্রিয়জনকে একগুচ্ছ কদম উপহার দিয়ে মুগ্ধ করার চেষ্টা করে। সারা মাস জুড়েই এই প্রক্রিয়া চলে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরের সড়কে কিনতেও পাওয়া যায় এসব কদমগুচ্ছ। ছোট ছোট ছিন্নমূল ছেলে-মেয়েরাই এগুলো বিক্রি করে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় তাদের পড়াশোনাও গেছে থেমে। ঘরবন্দি মানুষগুলোও এবছর প্রিয়জনের জন্য খুব একটা কদমফুল কিনছে না।

এই খারাপ সময়ে, তবুও কদমগুচ্ছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে তারা। অবশেষে না বিক্রি না হওয়ায় ছিন্নমূল শিশুরা বিনামূল্যে সবাইকে বিতরণ করছে। তাতেই ছিন্নমূল শিশুরা অনেক খুঁশি। নিষ্পাপ মুখের হাসি দেখলেই বোঝা যায় সে কতটা খুশিঁ বর্ষার ফুল কদম বিতরণ করতে পারায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!