1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঈদে স্বাস্থ্যবিধি ভেঙে মাধবপুর লেকে পর্যটক প্রবেশ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

ঈদে স্বাস্থ্যবিধি ভেঙে মাধবপুর লেকে পর্যটক প্রবেশ

  • প্রকাশিত : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪৫৬ জন পড়েছেন

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনায় লকডাউন শিথীল থাকলেও পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষনা করা হয়েছে। কিন্ত মৌলভীবাজারের কমলগঞ্জে আজ ঈদের দিন (ঈদুল আজহা) স্বাস্থ্যবিধি ভেঙে মাধবপুর চা- বাগান লেকে প্রায় ২-৩ হাজার পর্যটককে আনাগোনা করতে দেখা গেছে।

আজ বুধবার ঈদের দিন বিকালে মাধবপুর চা-বাগান লেকে গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মেনে নারী-পুরুষ ও শিশুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। লেকে প্রবেশের প্রায় দেড় কিলোমিটার দূরে চা-কারখানার সামনের গেটে পর্যটকদের মোটরসাইকেল ও যানবাহন আটকে দিলেও জোর করে অনেকে ভেতরে প্রবেশ করছে।
তবে কয়েকজন পর্যটক জানান, তারা টাকার বিনিময়ে প্রবেশ করেছেন লেকে। ২ নং গেটে টাকা দিসে মোটর সাইকেল নিয়ে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে পর্যটকদের। কেউ কেউ টাকা দিতে না পেরে লুকিয়ে চা-বাগানের ভেতর দিয়ে পায়ে হেঁটেই লেকে প্রবেশ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর লেকের গেটম্যান বলেন, ‘সরকার দেশের সকল পর্যটনকেন্দ্র বন্ধ রেখেছে। মাধবপুর লেকও বন্ধ ছিল। কিন্ত আজ ঈদের দিন সকাল থেকে লেকে পর্যটকরা প্রবেশ করছে। কারও মুখে মাস্ক নেই, মাস্ক কোথায় জিজ্ঞাসা করলেও ধমক দেয় আমাদের। সামনের গেইটগুলোর দায়িত্বে থাকা গেটম্যানরা ভেতরে মোটর সাইকেল ও পায়ে হেটে প্রবেশের সুযোগ দিচ্ছে বলেই তো এতো পর্যটকের ঢল নেমেছে। আমাদের কিছু করার নেই।’

তবে টাকার বিনিময়ে পর্যটকদের প্রবেশের বিষয়ে মাধবপুর লেকের ২ নং গেটম্যান ধরমবীর মন্ডলের সাথে কথা বললে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মাধবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ‘লেকে পর্যটকদের প্রবেশ নিষেধ থাকলেও পর্যটকরা কোন নিষেধাজ্ঞা মানছেন না। স্বাস্থ্যবিধি না মেনে জোর করে লেকে পর্যটকদের প্রবেশ করার বিষয়টি আমি গেটম্যানদের কাছ থেকে জেনেছি। আর টাকার বিনিময়ে গেট পাস দেয়ার বিষয়টি এখন জানলাম, আমি চা-বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলবো।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ‘করোনাকালীন সময়ে পর্যটন কেন্দ্রে প্রবেশ কোনভাবেই মানা যাবেনা। দল বেধে এভাবে স্বাস্থ্যবিধি ভেঙে ঘুরে বেড়ানোর কোন সুযোগ দেওয়া যাবে না। আমি বাগানের ব্যবস্থাপকের সাথে কথা বলেছি। আগামীদিন থেকে যাতে কোন পর্যটক লেকে না প্রবেশ করতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান।’
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!