1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কবরের পাশে ৬ ককটেল
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

কবরের পাশে ৬ ককটেল

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৮৮ জন পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কবরস্থান থেকে ছয়টি ককটেল উদ্ধারের পর বিকেলে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ‘বোম্ব ডিস্পোজাল ইউনিট’।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে পড়ে থাকা একটি ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে আড়াইহাজার থানা পুলিশ। পরে তারা ঘটনাস্থলটি ঘিরে রাখেন।

ককটেলগুলো কালো রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছাই রঙের প্যারাসুট কাপড়ের ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ছিল। তবে ককটেলগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হলে তারা এসে বিকেল পৌনে পাঁচটার দিকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়করণ কাজ শেষ করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এরপর থেকে পুলিশ উদ্ধারকৃত ককটেলগুলোসহ ঘটনাস্থলটি ঘিরে রাখে।
তিনি বলেন, পুলিশের পক্ষে এগুলো নিষ্ক্রিয় করা ঝুঁকিপূর্ণ। তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোমা নিস্ক্রিয়করণ দল ‘বোম্ব ডিস্পোজাল ইউনিট’কে খবর দেওয়া হয়। পরে তারা এসে ককটেলগুলো নিষ্ক্রিয় করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!