1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
খুলছে শিল্পকারখানা : যে যার মতো ছুটছে ঢাকার পথে
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

খুলছে শিল্পকারখানা : যে যার মতো ছুটছে ঢাকার পথে

  • প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৫৯ জন পড়েছেন

আজ বাদে কাল থেকেই খুলছে গার্মেন্ট-শিল্পকারখানা। সরকারি অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই ঈদে বাড়ি যাওয়া শ্রমিকরা যে যার মতো করে ছুটছে ঢাকার পথে। গণপরিবহন বন্ধ থাকা সত্ত্বেও ভোগান্তি সঙ্গী করে এবার চাকরি বাঁচানোর তাগিদে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের।

ফলে শনিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পরা ভীড় দেখা যায়।

যাত্রীরা জানান, তাদের প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলে দিচ্ছে। তাই তারা ঢাকা যাচ্ছেন। তবে লকডাউনের মধ্যে ঘাটে আসতে তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, অটো, মাহেন্দ্রসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে তারা ঘাটে আসছে।

অনেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ফেরিঘাটে আসছেন। তবে ভাড়া গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে ঘাটে পারের অপেক্ষায় কোনো সিরিয়াল নেই।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!