1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
রামেকের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ অপরাহ্ন

রামেকের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৯৫ জন পড়েছেন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয়জন আর করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৪ জন মারা যান। এ নিয়ে চলতি মাসের পাঁচ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৮৩ জন।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩০ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৪২ জন মারা যান। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, নওগাঁর একজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন। এদের মধ্যে আটজন নারী এবং নয়জন পুরুষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!