1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনায় খুলনার দুই হাসপাতালে ৪ মৃত্যু
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন

করোনায় খুলনার দুই হাসপাতালে ৪ মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৬১ জন পড়েছেন

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে তিনিজন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

তবে খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি।

এর আগে খুলনায় গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। এর মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়েলো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন নগরীর সোনাডাঙ্গা এলাকার মমতাজ বেগম (৫৫)।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় তিনজন রোগী ভর্তি হন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২জন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!