1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টি'র প্রার্থী মিজানুর রব
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে জাতীয় পার্টি’র প্রার্থী মিজানুর রব

  • প্রকাশিত : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ জন পড়েছেন

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন পেয়েছেন মিজানুর রব।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভা থেকে এ সিদ্ধান্তটি জানানো হয়।

মিজানুর রবের রাজনৈতিক ক্যারিয়ারে জানা যায়, ১৯৯১ সাল থেকে জাতীয় পার্টির জাতীয় ছাত্র সমাজ এর সরকারি কলেজ শাখা থেকে ছাত্র রাজনীতিতে আগমন। শ্রীমঙ্গল উপজেলা ছাত্র সমাজ এর সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র সমাজ সভাপতি, কেন্দ্রীয় ছাত্র সমাজ এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পান করেছেন তিনি। এছাড়াও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

মিজানুর রব জানান, শ্রীমঙ্গল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা। প্রায় সব ধর্মের মানুষের বসবাস এখানে। চা শিল্পের পাশাপাশি বর্তমানে এখানকার পর্যটনশিল্প বিকশিত হতে শুরু করেছে। সবদিক বিবেচনায় এই গুরুত্ববহ এলাকার সৌন্দর্যবৃদ্ধিসহ প্রতিটি মানুষের মৌলিক অধিক নিশ্চিত করাই আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। যদি আমি এই উপ-নির্বাচনে জয়যুক্ত হই তবে এ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিবো।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের মৃত্যুতে এই পদটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই পদে ভোটগ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!