1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে স্কুল পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে স্কুল পর্যায়ে স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ জন পড়েছেন

এস কে দাশ সুমন শ্রীমঙ্গলঃ

বিশ্বব্যাপী চলমান কোভিড ১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করে দেশের শিক্ষামন্ত্রনালয়। সেই লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

সরকারি এই সিদ্ধান্তে শ্রীমঙ্গল উপজেলায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা চালানো হয়। সাথে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বরন করে নিতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ফটক নতুন করে সাজানো হয়েছে। এর আগে শ্রেণী কক্ষে ধোয়া মোছা, দেয়ালে নতুন রং করা হয়।

রোববার এই উপজেলার শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনেক বিদ্যালয়ের মূল ফটকে শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ , শ্রেণী কক্ষে দুরত্ব বজায় রেখে বসাতে শিক্ষকদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে।

সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলায় স্কুল শুরুর প্রথমদিনে শিক্ষার্থী সহ শিক্ষকদের স্কুল পরিচালনার ক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে স্কুল পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে স্কুল পরিদর্শনকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, মতবিনিময়কালে তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্কুল শুরুর সিদ্ধান্তে শিক্ষার্থী ও শিক্ষকদের সবাইকে মাস্ক পরতে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সরকারি গাইডলাইন মেনে চলতে হবে। তাছাড়া সংক্রামক ব্যাধি হওয়ায় স্কুলের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজ করা শরীরের তাপমাত্রা মাপা সহ সামাজিক দুরত্ব বাজায় রাখা এবং শিক্ষকদের নিবন্ধনকৃত টিকা গ্রহণের পরামর্শ প্রদান করেন।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, সরকারি নির্দেশনায় কোভিড পরিস্থিতিতে দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল খোলার সিদ্ধান্ত গৃহীত হল, এবং শ্রেনী কক্ষে পাঠাদান শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ শিক্ষা বিভাগ থেকে আমাদের সাথে ভার্চুয়াল মিটিং করা হয়েছে আমাদের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সরাসরি আমাদের সবগুলো বিষয় তদারকি করছেন। সেই আলোকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সকল কর্মকর্তা দিক নির্দেশনা পেয়েছেন এবং সকলের সহযোগিতায় আমরা আজ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। সেই সাথে আমরা স্কুলকে সুন্দর করে সাজিয়েছি এবং যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা বদ্ধপরিকর।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, আমরা স্কুলগুলো পরিদর্শন করি এবং সরকারি গাইডলাইনে সঠিক স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি আমরা তদারকি করছি যা অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!