1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
  4. salauddinsuvo80@gmail.com : Salauddin Suvo : Salauddin Suvo
কমলগঞ্জে পানিতে পড়ে মারা যাওয়া শিশুর জানাযা সম্পন্ন
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১১:৩২ অপরাহ্ন

কমলগঞ্জে পানিতে পড়ে মারা যাওয়া শিশুর জানাযা সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬ জন পড়েছেন

পানিতে পড়ে যাওয়া শিশু চিকিৎসকদের অবহেলায় মৃত শিশুটিকে মৃত্যুর দীর্ঘ ১৩ ঘন্টা পর ২৩ সেপ্টেম্বর বৃহম্পতিবার সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এসময় নিহত শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকায় মানুষের ঢল নামে এবং এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা হয়।

শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া বলেন,‘আমি ঘটনার সময় অফিসিয়াল কাজে সিলেটে ছিলাম। আসার পর জানতে পারলাম,শিশুটি পানিতে পরে ৯টার দিকে। হাসপাতালে আসার আগেই সকাল ১১টার দিকেই তার মৃত্যু হয়। ডাক্তারের কোন গাফলতি ছিলো না। কনিকা রানী সিংহার মৃত্যুর সত্যতা ঠিক ছিলো। শিশুটি নড়াচড়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, মানুষ মারা যাওয়ার অনেক পর পর্যন্ত শারিরীক কিছু অনুভুতি দৃষ্টি গোছড় হওয়া এবং নাক মুখ দিয়ে লালা বের হতে দেখা যায়। এটা চিকিৎসা বিঞ্জানে বেঁচে থাকার কোন প্রমাণ নয়।’

শিশুর চাচা বিল্লাল হোসেন বলেন,সকাল সাড়ে ৯টায় আমরা পারিবারিক কবরস্থানে দাফনের কাজ সম্পূর্ণ করি। শিশুটি মারা যাওয়ার নিয়ে এত কিছু হয়ে গেলো,

এ বিষয়ে আরো জানতে চাইলে তিনি জানান,আমরা গরীব মানুষ,কি আর করবো আল্লাহ দেখেছেন,এখন আল্লাহই বিচার করবেন।’

তবে এ বিষয়ে কমলগঞ্জ থানার (ওসি তদস্ত) সোহেল রানা বলেন,‘এ ব্যাপারে শিশুটির অভিভাবকদের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। তবে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed