1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে দুই মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ অপরাহ্ন

কমলগঞ্জে দুই মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩২ জন পড়েছেন
টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ

টিকা দেয়ার ১৩ ঘণ্টা পর ২ মাসের এক শিশুর মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। শিশুটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলার নছরতপুর গ্রামের ৩নং ওয়ার্ডের মো.জুয়ের আহমদের মেয়ে সানজিদা জান্নাত তুহা (২)। শিশুটির জানাযা তার নানা বাড়ি পতনঊষার ইউনিয়নের দূর্গাপুর গ্রামে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এসময় নিহত শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকায় মানুষের ঢল নামে এবং এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হয়। তবে, শিশুটির বাবা বলেন, ভুল চিকিৎসায় আমার সুস্থ মেয়েটি মারা গেছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির পরিবার তাকে নিয়ে আসে টিকা দেয়ার জন্য। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে (পেন্টা+পিসিডি+আইপিডি+ওপিড) এই চারটি টিকা তার দুই হাতে ও দুই পায়ে প্রয়োগ করেন। টিকা প্রয়োগের পর রাত ১২টায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার পাঠানোর কথা বলেন, সেখান থেকে শিশুটির পরিবার দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়।

শিশুর বাবা মো. জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, আমার ২ মাস ৩ দিনের মেয়ে সানজিদা জান্নাত তুহাকে সুস্থ্য অবস্থায় টিকা দেয়ার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসি সকাল ১১টার সময়, সেখানে ডাক্তার আমার মেয়েকে ৪টা টিকা দেন। ২টা দুইহাতে ২টা দুই পায়ে। পরে মেয়েকে নিয়ে আসি বাড়িতে।

হঠাৎ রাত সারে ১২টার দিকে ঘুমানো অবস্থায় শিশুটি কান্না করে উঠে, পরে আমি দেখি আমার মেয়েটার নাক দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছে। তখন দ্রুত মেয়েকে নিয়ে রাত সাড়ে ১২টায় কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার যাওয়ার কথা বলেন। সেখান থেকে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায় বলেন মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার।

স্থানীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ‘এই হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। কয়েক মাস ধরে হাসপাতালের নানা সমস্যা দেখা দিচ্ছে। সুস্থ মানুষও মারা যাচ্ছে। সঠিক কোনো তদন্ত হয় না। যার কারণে প্রতিনিয়ত এই রকম ঘটনা ঘটে যাচ্ছে।

তবে, হাসপাতালে টিকা প্রদানকারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া বলেন, আমাদের এখানে প্রায় সময়ই বাচ্চাদের টিকা দেয়া হয়। তবে টিকায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা তাৎক্ষণিক হয়ে থাকে ।

তবে, জ্বর বা নরমালি সমস্যা হতেই পারে, কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে অন্যটা হয়ে গেল। এখন দেখতে হবে, এই বাচ্চার আগে থেকে কোনো সমস্যা ছিলো কি না। আমরা সেটা জেলাতেও রিপোর্ট করেছি। সাংবাদিকদের মাধ্যমে খবর পাওয়ার পর আমরা সারভিলেন, মেডিক্যাল অফিসার এবং ডব্লিউএইচ এর প্রতিনিধি আছে যারা টিকার সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করে তারাও এ বিষয়টা নিয়ে তদন্ত করবে।

এখন রিপোর্ট আসার পর আপনাদের বিস্তারিত জানাতে পারবো। সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করুন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!