1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে ১৪৩ মন্ডপে চাল বিতরণ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে ১৪৩ মন্ডপে চাল বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৮০ জন পড়েছেন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৪৩টি সার্বজনীন পূজামণ্ডপের অনুকূলে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চীপ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান,ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,কমলগঞ্জ থানার ওসি তদন্ত মো.সোহেল রানা,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ,পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা প্রমূখ।

বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথসহ উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।পরে উপজেলার ১৪৩ টি মন্ডপে ৫০০কেজি করে চাল বিতরণের ডিও তুলে দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!