1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
১৩ দিন ধরে বন্ধ শ্রীগোবিন্দপুর চা বাগান: খাদ্য সহায়তা দিল ২ সংগঠন
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

১৩ দিন ধরে বন্ধ শ্রীগোবিন্দপুর চা বাগান: খাদ্য সহায়তা দিল ২ সংগঠন

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫১৬ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপক গত ২৫ সেপ্টেম্বর সকালে এক চা-শ্রমিকের নির্মিত ঘর ভেঙ্গে ফেলেন। এর প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ২ ঘন্টা করে চা-শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করায় বাগান মালিকপক্ষ গত ১৩ দিন ধরে শ্রীগোবিন্দপুর চা-বাগান বন্ধ রাখেন।

চা-বাগান বন্ধের ফলে চা-শ্রমিকদের মজুরি ও রেশনও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই এ চা বাগানের শ্রমিকরা মানবেতনভাবে জীবন যাপন করছেন।

এ অবস্থায় শুক্রবার ৮ অক্টোবর বিকাল ৪টায় শ্রীগোবিন্দপুর চা বাগানে ৬০টি চা শ্রমিক পরিবারে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয় দুটি সংগঠন। বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরাম ও চা কন্যা নারী সংগঠনের যৌথ আয়োজনে ৬০টি অসহয়ি দরিদ্র চা শ্রমিক পরিবারে ৩ কেজি করে চাল, ১ কেজি করে আটা,আধা কেজি করে ডাল, আধা লিটার করে সয়াবিন তেল ও ১ কেজি করে আলু প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে শ্রীগোবিন্দপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সভাপতি সরফরাজ সাজু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন,সহ-সভাপতি নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক ইরাজ আহমেদ, প্রচার সম্পাদক আউয়াল আলী, সদস্য আহমেদ রায়হান, চা কন্যা সংগঠনের আহ্বায়ক খায়রুন আক্তার প্রমুখ।

উল্লেখ্য, চা শ্রমিক শ্রীজনম ভর চা বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দের উপস্থিতিতে চা বাগান ব্যবস্থাপক প্রশান্ত রায়ের মৌখিক অনুমতিতে ধার দেনা করে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে তার বসত ঘর এলাকায় সড়কধারে একটি ছোট পাকা ঘর নির্মাণ করেছিলেন।

শ্রীগোবিন্দপুর চা বাগান ব্যবস্থাপক প্রশান্ত রায় গত ২৬ সেপ্টেম্বর থেকে এ চা বাগান বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!