1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কুলাউড়া হাসপাতালে জরুরি ভিত্তিতে ইসিজি মেশিন স্থাপনের সিদ্ধান্ত
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

কুলাউড়া হাসপাতালে জরুরি ভিত্তিতে ইসিজি মেশিন স্থাপনের সিদ্ধান্ত

  • প্রকাশিত : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১২০ জন পড়েছেন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা কমিটির সভাপতি এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর অনুমতিক্রমে কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান এর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে কমিটির সদস্য আরএমও ডা. জাকির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় হাসপাতালের সার্বিক সমস্যাসহ ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার।
সভায় কুলাউড়া উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে কোনো ধরনের অবহেলা না করে সবাইকে সতর্কতা অবলম্বন ও সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সভায় হাসপাতালের রোগীদের সুষ্ঠু চিকিৎসা প্রদান ও ব্যবস্থাপনার উন্নয়নের স্বার্থে রোগীর রোগ নির্ণয়ের স্বার্থে জরুরি ভিত্তিতে ইসিজি মেশিন, এক্সরে মেশিন, বায়ো কেমিস্ট্রি এনালাইজার মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণ, জনবল সংকট নিরসনে ৩য় ও ৪র্থ শ্রেণির প্রেষণে কর্মরতদের অবিলম্বে মূল কর্মস্থলে পুনর্বহাল ও শূন্য পদ পূরণে জরুরি পদক্ষেপ গ্রহণ, হাসপাতালের ২নং ভবনের অভ্যন্তরীণ বিদ্যুৎ সমস্যার নিরসন এবং রাতের বেলা হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে হাসপাতালের প্রহরীর পাশাপাশি আনসার বাহিনীকে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, মা ও শিশু স্বাস্থ্য ডা. সুলতান আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, এনজিও প্রতিনিধি মো. তৌহিদুর রহমান, কমিটির সদস্য মতাহির আলম চৌধুরী, অজয় দাস, নাহিদুজ্জামান, রিপন চন্দ্র দাস প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!