1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শ্রীমঙ্গলে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন কর্মশালা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন কর্মশালা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ২১৯ জন পড়েছেন

এস কে দাশ সুমন শ্রীমঙ্গলঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন ও প্রাসঙ্গিক বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৫ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে দিনব্যাপী উপজেলা প্রশাসন, আইডিয়া ও ওয়াটার এইড বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব মো: শফিকুল ইসলাম।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরো বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আইডিয়া এর এডভোকেসি অফিসার বিশজিৎ দেবরায়, ওয়াটার এইড বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান।

কর্মশালয় সকল ইউনিয়নের চেয়াম্যান, ইউপি সদস্য, উন্নয়নকর্মী ও সাংবাদিকসহ ৬০জন অংশগ্রহন করেন।
কর্মশালায় অংশগ্রহনকারীরা বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়নে স্থানীয় সরকার ও সহযোগীদের করনীয় বিষয়ে তাদের যৌক্তিক মতামত উপস্থাপন করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকার পানি ও স্যানিটেশন সমস্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন বক্তারা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!