মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউপি নির্বাচনে নজমুল হক সেলিমের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) মনোনয়ন বাছাইয়ে তার প্রার্থীতা বাতিল করা হয়।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছিলেন।
নজমুল হক সেলিমের প্রার্থিতা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন কামারচাক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও রাজনগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রাব্বানি খান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নের সর্বশেষ চুড়ান্ত চিঠি জমা দিয়েছেন আতাউর রহমান। এছাড়া নজমুল হক-এর বিরুদ্ধে মামলা রয়েছে। যে কারণে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য এর আগে আরও তিনবার কামারচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এই দুই প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মনোনয়ন বদল হয়। এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বদলা করা হলো।
এ ব্যাপারে নজমুল হক সেলিম বলেন, ‘এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেবো। আমার বিরুদ্ধে কোনো মামলার দণ্ড বা সাজা হয়নি।’