1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘কবরই মেয়েদের জন্য নিরাপদ’ লিখেই আত্মহত্যা কিশোরীর!
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

‘কবরই মেয়েদের জন্য নিরাপদ’ লিখেই আত্মহত্যা কিশোরীর!

  • প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৫৬ জন পড়েছেন

মেয়েটি সবে একাদশ শ্রেণির ছাত্রী। কিন্তু কাউকে কিছু না জানিয়ে সুইসাইড নোট লিখে অকালে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। সম্প্রতি মর্মান্তিক এ ঘটনা ঘটে ভারতের তামিলনাড়ুতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, সুইসাইড নোটে ‘মেয়েরা শুধু মাতৃগর্ভ আর কবরেই নিরাপদ’ লিখে সমাজের প্রতি নিজের বিতৃষ্ণার কথা জানিয়ে গেছে মেয়েটি। কিন্তু মৃত্যুর আগে নিজের পরিবারকে কখনোই কিছু বলেনি সে।

মেয়েটিকে যৌন হয়রানির অভিযোগে চেন্নাইতে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। ২১ বছর বয়সী ছেলেটি পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকারও করেছে। তার বিরুদ্ধে যৌন হয়রানি থেকে শিশু সুরক্ষা আইনে (পকসো) ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ছেলেটির বক্তব্য, তার সঙ্গে ওই নাবালিকার শারীরিক সম্পর্ক হয়েছিল। শেষ দু’সপ্তাহ ধরে সে মেয়েটিকে হয়রানি ও নির্যাতন করছিল।

তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা নোংরা মেসেজ ও ছবি আদান-প্রদানের প্রমাণ পেয়েছি। এ ঘটনার আট মাস আগে থেকে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

উল্লেখ্য, গত শনিবার (১৮ ডিসেম্বর) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি। ওই ঘরে পাওয়া সুইসাইড নোটে কিশোরী অভিযোগ করেছে, তার স্কুলও নিরাপদ নয় এবং শিক্ষকদেরও বিশ্বাস করা যায় না। মেয়েটি লিখেছে, ‘মানসিক অত্যাচার’ এর কারণে সে পড়তে, এমনকি ঘুমাতে পারছিল না।

আত্মঘাতী হওয়ার আগে মেয়েটি ‘যৌন হয়রানি বন্ধ করো’ দাবি জানিয়ে আরও লিখেছে, তার সম্ভাব্য তিন নিপীড়ক হচ্ছে- ‘আত্মীয়, শিক্ষক এবং সবাই’। সবশেষে ‘জাস্টিস ফর মি’ (আমার জন্য বিচার চাই) লিখে চিঠি শেষ করেছে অকালপ্রয়াত মেয়েটি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!