‘মাত্র ১৩ দিনের নির্বাচনী প্রচারণায় প্রানপ্রিয় মুন্সীবাজার ইউনিয়নবাসীর ভালোবাসায় আমি মুগ্ধ । আমি সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই । ইউনিয়নবাসীর সেবা করতে সর্বদা চেষ্টা করব।’
এমনিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের কথা ব্যক্ত করেন মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করেন।
নাহিদ আহমেদ তরফদারের বিজয়ে মুন্সীবাজার ইউনিয়নবাসী ৫ জানুয়ারি রাতে ও ৬ জানুয়ারি সারাদিন আনন্দ উৎসবে মুখরিত ছিলেন।
নব নির্বাচিত তরুন এ চেয়ারম্যানকে পেয়ে ইউনিয়নবাসী অনেক খুশি বলে জানান তারা।