দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া, একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনের করোনা শনাক্ত হলো। এছাড়া, করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১০২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হার বেড়ে হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।