মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের লেখা ‘স্নিগ্ধ প্রলেপ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটির প্রকাশক আমেনা খাতুন, প্রচ্ছদ লিখেছেন অবিনাশ আচার্য।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আদমপুরস্থ মাওলানা আব্দুস সুবহান ইসলামী গণ-পাঠাগারে নুরুল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ুম উদ্দিন।
হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজী আব্দুস সামাদ, অধ্যক্ষ নুরুল ইসলাম, খোইব্যোম ইন্দ্রজিৎ, শ্যামকান্ত সিংহ, কবি সনাতন হামোম, সুশীল কুমার সিংহ প্রমুখ।