সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ ৬০ গ্রামে শনিবার থেকে পবিত্র রোজা শুরু হবে।
শুক্রবার রাতে এই ৬০ গ্রামের মানুষ তারাবির নামাজ আদায় করেছেন। এদিন ভোররাতে সেহেরি খেয়ে তারা শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন।
চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে একদিন আগে থেকে রোজা পালন শুরু করেন।
চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়নের জাহাঁগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মো. মতি মিয়া মনসুর গণমাধ্যমকে জানান, ‘আমরা হানাফী মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের ব্যবধান কম বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান জেনে মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করি। এবারও চাঁদ দেখার খবর পেয়ে শনিবার থেকে প্রথম রোজা রাখা শুরু করব।