1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:১০ অপরাহ্ন

নববর্ষ উপলক্ষে কমলগঞ্জে মণিপুরী থিয়েটারের শোভাযাত্রা

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২০০ জন পড়েছেন

‘জাগো মন মানুষরতন’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে মণিপুরী থিয়েটারের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার আদমপুরস্থ ঘোড়ামারা মণিপুরী থিয়েটার নটমণ্ডপ প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা।

এ সময় উপস্থিত ছিলেন মনিপুরী লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মনিপুরী থিয়েটারের সংগীতশিল্পী শর্মিলা সিনহা, অভিনেত্রী জ্যোতি সিনহা, থিয়েটার কর্মী সজল কান্তি সিনহা, স্বর্ণালী সিনহা, বিধান সিনহা, শুক্লা সিনহা, অরুণা সিনহা প্রমুখ।

মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘বাঙালির বর্ষবরণের দিন মণিপুরিদের বর্ষবিদায় হয় পঞ্জিকার তারতম্য অনুসারে মণিপুরিরা দিনটিকে বলে থাকে বিষু। বিষু উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মণিপুরী থিয়েটার নটমণ্ডপে নাটক ও বিচিত্রানুষ্ঠান আয়োজন করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!