কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম গুলিতে নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার সাংবাদিকদের জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।
মামলার এজাহারে ফরহাদ ও পলাশের নাম রয়েছে বলে পুলিশ জানায়।