
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই মানিক মিয়ার (৬০) হাতে আপন ছোট ভাই খালেদ মিয়াকে (৪২) বেদড়কভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ রবিবার দুপুরে ছোট ভাইকে গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার পতনউষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য গ্রামে রবিবার (১ মে) এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক বড় ভাই ও তার স্ত্রী মাহমুদা খাতুনকে গ্রেপ্তার করেছে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, মানিক মিয়া ও তার ছোট ভাই খালেদুরের জমি নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছিল। রবিবার সকালে ছোট ভাই খালেদুর ঝাড় থেকে বাঁশ কেটে ফেলায় বড় ভাই মানিক তাকে বেদড়কভাবে পেটায়। এতে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লৃুটিয়ে পড়লে গ্রামবাসীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে স্ত্রীসহ অভিযুক্ত বড় ভাই মানিক মিয়াকে গ্রেপ্তার করেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘আটককৃত বড় ভাই মানিক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরো সংবাদ পড়ুন....