মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদের জন্য কেনাকাটা করে নিজের বাড়িতে ফেরা হল না মেরাজ মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী তরুণের।
সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার মুন্সীবাজার-মৌলভীবাজার সড়কের বাবুরবাজার নামক স্থানে অন্ধকারের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি সেতুর নিচে মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় তার।
নিহত মেরাজ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে। রাতেই খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
তবে স্থানীয়দের দাবী, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণে এমন হয়েছে। বাবুরবাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের নির্মাণাধীন একটি সেতুর কাজ চলছে অনেক দিন ধরে। কিন্তু নিমার্ণাধীন এ সেতুর দুপাশে কোন সর্তকমূলক সাইনবোর্ড না থাকায় অন্ধকারের মধ্যে দ্রæতগতিতে চলাচলের সময় পড়ে গিয়ে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীবাজার ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতির কারণেই এ ঘটনাটি ঘটল। নিমার্ণাধীন সেতুটির সামনে সর্তকমূলক সাইনবোর্ড থাকলে অন্ধকারের মধ্যে এমন ঘটনা ঘটত না।’
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসাইন বলেন, ‘ঘটনার দিন সাইনবোর্ড নিশ্চয় কেউ সরিয়েছে অথবা চুরি করেছে। সাইনবোর্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’