1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
টানা তিন দিন দক্ষিণাঞ্চল বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন

টানা তিন দিন দক্ষিণাঞ্চল বৃষ্টির সম্ভাবনা

  • প্রকাশিত : সোমবার, ৯ মে, ২০২২
  • ৫১ জন পড়েছেন

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বরিশালে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন এভাবে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উপকূলীয় এলাকার নদ-নদীর পানি এক থেকে দুই ফুট বাড়তে পারে।

সোমবার (৯ মে) সন্ধ্যায় বরিশাল বিভাগীয় আবহাওয়া অফিস সুক্রে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় অশনি পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণাঞ্চলে আঘাত হানার সম্ভাবনা না থাকলেও এই অঞ্চল এর প্রভাবমুক্ত নয়। ইতোমধ্যে পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর ও বরিশাল নদী বন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!