1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঢাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে ১০ মে
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ঢাবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে ১০ মে

  • প্রকাশিত : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৪১ জন পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ১০ মে (মঙ্গলবার) শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের সবকটি ইউনিটে ৯ মে দুপুর পর্যন্ত আবেদন পড়েছে প্রায় ২ লাখ ৫৪ হাজার। এর মধ্যে ‘ক’ ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ৫ হাজার ৪৫৫, ‘খ’ ইউনিটে ৫১ হাজার ৬৬৮, ‘গ’ ইউনিটে ২৬ হাজার ৬৯৫, ‘ঘ’ ইউনিটে ৬৪ হাজার ৩৪৫ ও ‘চ’ ইউনিটে এ পর্যন্ত আবেদন পড়েছে ৫ হাজার ৫৮৫টি।

গত বুধবার (২০ এপ্রিল) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে অনলাইনে আবেদন ও ফি জমা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ মোট ন্যূনতম ৮ থাকতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ আলাদাভাবে ৩ দশমিক ৫ থাকতে হবে। একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৭ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে। এছাড়া ‘চ’ ইউনিটের পরীক্ষায় উভয় জিপিএ মিলিয়ে ৬ দশমিক ৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!