ভারতের আসাম রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এতে রাজ্যটির ২৭ জেলার ছয় লাখ ৬২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষা শুরুর আগে এমন দুর্যোগে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। পরিস্থিতি বেশি খারাপ হয় বুধবার (১৮ মে)। খবর এনডিটিভির।
আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নওগাঁ জেলায় দুই দশমিক ৮৮ লাখ, কাছাড়ে এক দশমিক ১৯ লাখ, হোজাইতে এক দশমিক শূন্য সাত লাখ, দারাং-এ ৬০ হাজারের বেশি, বিশ্বনাথে ২৭ হাজার ও উদালগুড়ি জেলায় প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।