মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক রুবেল হোসেন (২৮) ও নাজিম উদ্দিন (৩০) নামে দুজন আহতের খবর পাওয়া গেছে।
রবিবার (২২ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যবাগ বাজারের ইউপি সদস্য মনির মিয়ার দোকান থেকে আদমপুর বাজারে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ নেতা রুবেল আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের কুতুব মিয়ার ছেলে ও নাজিম একই ইউনিয়নের জালালপুর গ্রামের মাম্মুদ মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, পুর্ব বিরুধের জের ধরে অতর্কিতভাবে ধারালো দা ও রড দিয়ে হামলা করলে রুবেল ও নাজিমকে গুরুতর আহত করে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুবেল ও নাজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে রোগীর অবস্থা খারাপ দেখে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় হামলাকারীদের নাম জানা যায়নি।
বিস্তারিত আসছে —–