1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
কমলগঞ্জে যুবলীগের দুই নেতার উপর হামলায় থানায় মামলা, গ্রেপ্তার ১
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

কমলগঞ্জে যুবলীগের দুই নেতার উপর হামলায় থানায় মামলা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৬৬ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে সন্ত্রাসীদের সসস্ত্র হামলার শিকার হয়েছেন ২ যুবলীগ নেতা। তারমধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঘটনার দিন রাতেই কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২২ মে রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে।

এ ঘটনায় ঘটনার দিন রাতেই থানায় মামলা দায়ের করা হলে এ মামলার ৬ নম্বর আসামি কামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার আদমপুর মধ্যভাগ বাজারের ইউপি সদস্য মনির মিয়ার চা দোকানে বসে আদমপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জাকারিয়া সহ ৪/৫ জন ছাত্রলীগ ও যুবলীগকর্মী কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের আসন্ন সন্মেলন ও জেলায় সিভি জমাদানের বিষয়ে আলোচনা শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আদমপুর যুবলীগের অর্থ সম্পাদক রুবেল হোসেন (২৮) ও নাজিম উদ্দিন (৩০) মোটর সাইকেলযোগে আদমপুর বাজারে আসার সময় চলন্ত গাড়িতেই আদমপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক কবির মিয়া ও বর্তমান কমিটির প্রচার সম্পাদক সিকন্দর মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো দা, রড ও লাটি নিয়ে অর্তকিতভাবে সসস্ত্র হামলায় চালায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে অবস্থা আশংকাজনক থাকায় তাদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা হলে ঘটনার দিন ভোরেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনার সাথে জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায় নি।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলার একজন আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!