1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সীমান্তে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশরোধে কমলগঞ্জে বিট পুলিশিং সভা
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ন

সীমান্তে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশরোধে কমলগঞ্জে বিট পুলিশিং সভা

  • প্রকাশিত : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩৩ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশরোধে সচেতনতামুলক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার মাধবপুরের মনু-দলই ভ্যালী ক্লাবে কমলগঞ্জ থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) উপ-মহা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, পাত্রখোলা চা বাগানের প্রধান ব্যবস্থাপক সামছুল ইসলাম সেলিম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান মিয়া, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, পাত্রখোলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্ত্তী সিপন প্রমুখ।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশরোধে জেলার সকল সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জনগনের সহযোগিতায়ই সীমান্তে অবৈধভাবে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে হবে। গত কিছুদিন আগে মৌলভীবাজারের সীমান্ত দিয়ে দালালদের সহযোগিতায় কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশ করলে পুলিশ তাদেরকে আটক করে। যেসব দালালেরা রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করে, তাদের তথ্য পেলে পুলিশকে দিবেন। একইসাথে জেলার চা বাগানগুলোতে চা পাতা, গরু ও গাছ (ছায়াবৃক্ষ) চুরির সাথে যারা জড়িত, তাদের তথ্য দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!