1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ছাতা দিয়ে উঠান নষ্ট করায় সাবেক ইউপি সদস্য পেটালেন শিশু শিক্ষার্থীকে!
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পূর্বাহ্ন

ছাতা দিয়ে উঠান নষ্ট করায় সাবেক ইউপি সদস্য পেটালেন শিশু শিক্ষার্থীকে!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৭১ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে ছাতা দিয়ে বাড়ির উঠানে নষ্ট করার অপরাধে ও্ পূর্ব বিরোধের জের ধরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মারপিট করার অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার ভাইদের উপর। এসময় আহত হওয়া শিক্ষার্থীর মা ও চাচাসহ আহত ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসৎসাধীন আছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

আহত ছাত্রী রাইসা বেগম (৭) সতিঝিরগাঁও গ্রামের সবজি বিক্রেতা আব্দুর রউফ চৌধুরীর মেয়ে ও সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী রাইসার বাবা আব্দুর রউফ অভিযোগ করে বলেন, হামলাকারী শমসেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোহেল আহমেদ চৌধুরী ও তার দুই ভাই সাহেল ও সোহেল চৌধুরী তাদের সম্পর্কে আত্মীয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরিবারের নীতিগত কারণে বিরোধ রয়েছে। গত মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর তার মেয়ে রাইসা রুহেল চৌধুরীর উঠান দিয়ে বাড়ি ফিরছিল। তখন সে তার হাতের ছাতাটি উঠান দিয়ে টেনে নিয়ে উঠানে দাগ কাটে। এ অপরাধে সেদিন তাকে (রাইসাকে) ধাওয়া করলে সে ওয়াশরুমে ঢুকে নিজেকে রক্ষা করে। পরদিন বুধবার সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য রুহেল, তার আরও দুই ভাই সাহেল ও সোহেল মিলে বাড়িতে এসে ঘর থেকে ডেকে বের করে তার (রউফের) ছোট ভাই বদরুল ইসলামকে বেধড়ক পেটায়। এসময় তাকে রক্ষা করতে এসে রাইসার মা খুশবা বেগম (৩৫) ও শিশু রাইসা আহত হয়। সন্ধ্যার পর আহত তিনজনই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তিনি চেয়ারম্যানের কাছে বিস্তারিত জানিয়ে কোন বিচার না পাওয়ায় এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযোগ সম্পর্কে সাবেক ইউপি সদস্য রুহেল আহমেদ চৌধুরী বলেন, ‘তারা আমাদের আত্মীয়। বাড়িতে কোন মারপিট হয়নি। মারপিটের অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে ও বানোয়াট।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল আদনিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড অনুযায়ী শিশু রাইসা ও তার চাচা বদরুল ইসলাম চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার বিকেলে ছাড়পত্র নিয়ে তারা বাড়ি ফিরে গেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!