৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় রাজধানীর ঢাকায় ১১টি অঞ্চলের ১১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে (পরীক্ষার হলে) ১ লাখ ৮৪ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। শুক্রবার (২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকার ১১টি অঞ্চল হলো, সদরঘাট, টিকাটুলি, সূত্রাপুর অঞ্চল, মতিঝিল, রমনা অঞ্চল, ধানমন্ডি অঞ্চল, মহাখালী, গুলশান অঞ্চল, মগবাজার, খিলগাঁও, শান্তিনগর অঞ্চল, আজিমপুর অঞ্চল, উত্তরা অঞ্চল, ঢাকা সেনানিবাস অঞ্চল, মোহাম্মদপুর লালমাটিয়া অঞ্চল, মিরপুর অঞ্চল ও শেরেবাংলা নগর, আগারগাঁও অঞ্চল।
এর মধ্যে সদরঘাট, টিকাটুলি, সূত্রাপুর অঞ্চলের পরীক্ষার হল গুলো হলো, দনিয়া কলেজ, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬, ফজলুল হক মহিলা কলেজ, ১২ অক্ষয় দাস লেন, গেন্ডারিয়া, কবি নজরুল সরকারি কলেজ, সদরঘাট, ঢাকা কলেজিয়েট স্কুল, সদরঘাট, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাহাদুর শাহ্ পার্ক, সদরঘাট, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আই.ই.আর. জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিত্তরঞ্জন এভিনিউ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সূত্রাপুর, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় (পূর্বতন নারী শিক্ষা মন্দির), ২০ হাটখোলা রোড, টিকাটুলি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বকশীবাজার, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, বকশিবাজার, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ৬২, নাজিমুউদ্দিন রোড, নবকুমার ইনস্টিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ, ১৬, উমেশ দত্ত রোড, বকশিবাজার, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ১নং আবুল খায়রাত রোড, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ৩-৫, কে.পি ঘোষ স্ট্রিট, আরমানিটোলা, বাবুবাজার, আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ১৩ নাজিম উদ্দিন রোড ও আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭/১৮, কাজিমুদ্দিন সিদ্দিকী লেন, আরমানিটোলা।