আন্তর্জাতিক ডেস্ক
২০১৪ সালের লোকসভা নির্বাচনে যেসব খাতে বিজেপি নেতারা অন্য দলের চেয়ে এগিয়ে ছিলেন তার মধ্যে একটি ছিল সোশ্যাল মিডিয়ার ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় তারা বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছিলেন।
সেই সময় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে নিয়ে বিজেপি সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রচারণা চালিয়েছিল, তা তাকে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে দিয়েছিল সহজেই।
এখন, ওই নির্বাচনের ১০ বছর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভাবনা রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর পশ্চিমবঙ্গে সাফল্য পেতে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কৌশল আবারও নিতে যাচ্ছে বিজেপি।
এ নির্বাচনে সোশ্যাল মিডিয়াকে প্রচারের কাজে ভালো করে ব্যবহার করতে চায় বিজেপি। সে কারণে বিজেপির সাংসদ ও বিধায়কদের থেকে তৃণমূলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিজেপির সোশ্যাল মিডিয়া সেল সেই প্রশিক্ষণের দায়িত্ব সামলাবে ৷