বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। কয়েক দিনের মধ্যে বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
মিন্নির আইনজীবী মো. শাহীনুজ্জামান জানান, আমরা শুনানির জন্য আদালতে মেনশন স্লিপ জমা দিয়েছি। যখন সিরিয়ালে আসবে, তখন এ বিষয়ে আমাদের শুনানি করার সুযোগ হবে।
২০১৯ সালের ২৬ জুন ভরদুপুরে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাতকে। ওই ঘটনার একটি রোমহর্ষক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা।