1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ফলোআপ- শাবল দিয়ে বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে গ্রেপ্তার
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

ফলোআপ- শাবল দিয়ে বাবাকে হত্যাকারী ঘাতক ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ৬২০ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে শাবল দিয়ে বৃদ্ধ বাবা আব্দুল গফুরকে (৬০) হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে জহিরুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ডবলছড়া পুঞ্জি এলাকার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পথে বিট পুলিশিং সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার দিবাগত রাত ১ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনাটি ঘটলে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জহিরুল পলাতক ছিল। এ ঘটনার পরদিন সোমবার নিহতের বড় মেয়ে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিট পুলিশিংয়ের সদস্যরা জানতে পারে বাবা হত্যাকারী ওই অভিযুক্ত ছেলে ডবলছড়া পুঞ্জির সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছে। এ খবরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে পুলিশ সদস্যরা গ্রেপ্তার করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে বিট পুলিশিংয়ের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!