1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
রাতে ‘প্রিয়’ মাঠে চিরচেনা রূপে ফিরবেন মেসি?
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

রাতে ‘প্রিয়’ মাঠে চিরচেনা রূপে ফিরবেন মেসি?

  • প্রকাশিত : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৮ জন পড়েছেন

সবশেষ মৌসুমটা লিওনেল মেসি পারলে ভুলেই যেতে চাইবেন। গোল পাননি, অ্যাসিস্টের খাতা দাগ কেটেছেন বটে, তবে নিজের মানদণ্ডে সেটা খুবই বেমানান। এমনই সময়ে মেসির আর্জেন্টিনা আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইতালির। যে ভেন্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল, সেই ওয়েম্বলি আবার মেসিরও খুব ‘প্রিয়’।

আর্জেন্টিনা আর ইতালির এই লড়াইয়ে ছোট ছোট অনেক লড়াই আছে। আর্জেন্টিনার বিশ্বকাপের আগে ইউরোপীয় প্রতিপক্ষের সামনে নিজেদের বাজিয়ে দেখার লড়াই, ইতালির বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে ‘প্রত্যাবর্তনের’ লড়াই; জর্জিও কিয়েল্লিনির বিদায়টা রাঙানোর লড়াই। মেসির লড়াইটা চিরচেনা ছন্দে ফেরার। শেষ এক মৌসুমে নতুন দল পিএসজি হোক বা আর্জেন্টিনা, আর্জেন্টাইন মহাতারকা ছিলেন না স্বরূপে। আজ ওয়েম্বলিতে শিরোপা জেতার পাশাপাশি সেই লড়াইয়েও নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। সেজন্যে বুঝি ওয়েম্বলির চেয়ে ভালো মাঠ আর হতেই পারত না!

গেল আগস্টে লা লিগার বেধে দেওয়া নিয়মের বেড়াজালে আটকে মেসি নতুন চুক্তিতে সই করতে পারেননি বার্সেলোনার সঙ্গে। চোখের জলে বার্সাকে বিদায় বলে তিনি যোগ দেন পিএসজিতে। নতুন ক্লাবে এসে তিনি নিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩৪ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে করিয়েছেন ১৪ গোল। সব মিলিয়ে ২৫ গোলে অবদান যে কোনো ফুটবলারের জন্য দারুণ কিছু, তবে মেসির মানদণ্ডে যে তা বড্ড সাদামাটা!

এদিকে শেষ এক বছরে আর্জেন্টিনা দলেও মেসির পারফর্ম্যান্সে পড়েছে ভাটা। ৯ ম্যাচে করেছেন ৫ গোল, যার তিনটিই আবার একই ম্যাচে। যার মানে দাঁড়াচ্ছে মেসি গোল পাননি অন্তত ছয় ম্যাচে। এই সময় মেসি করাতে পারেননি একটি গোলও।

শেষ এক বছরে যে তার সময়টা কঠিন কেটেছে, সেটা অকপটেই তিনি স্বীকার করে নিয়েছেন দিনদুয়েক আগে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘গত গ্রীষ্মটা ভিন্নতর ছিল। তখন আমার সুখটা পরিপূর্ণ ছিল, আমার মনে হচ্ছিল আমি সবকিছু পেয়ে গেছি, এরপর আগের মতোই সবকিছু চলবে, যেমনটা আগের বছর বার্সেলোনায় হয়েছে। এরপর সবকিছু ওলটপালট হয়ে গেল, আর এটা আমার জন্য কঠিন ছিল। পরিবর্তনটা কঠিন ছিল।সত্যি বলতে বছরটা কঠিন ছিল, কারণ সেখানে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না।’

এরপর একবার করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন মেসি যে কারণে তিনি খেলতে পারেননি আর্জেন্টিনার দুই ম্যাচে। সেটা তার পারফর্ম্যান্সেও প্রভাব ফেলেছিল। সব মিলিয়ে কোপা জয়ের পরের বছরটা মোটেও মনমতো হয়নি মেসির।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!