মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতে ইসলাম ধর্মীয় বিষয় ও হযরত মোহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করা নারী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উস্কানিমুলক বক্তব্য দেয়ায় অমিত সিং নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
রবিবার তার এমন বক্তব্যের কারণে উপজেলার মাধবপুর বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে থানার ওসির নেতৃত্বে তাৎক্ষনিকভাবে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে উপজেলার মাধবপুর বাজার এলাকার রামচন্দ্র সিং এর ছেলে।
এসময় সঞ্জয় সিংহ নামে মনিপুরী সম্প্রদায়ের আরেকজনকে আটক করতে অভিযান চালায় পুলিশ। তবে সে পলাতক থাকায় তাকে আটক করা যায় নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।