1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
দলই চা বাগানে আগুনে পুড়ল অফিসের নথি, দগ্ধ ২ প্রহরী
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

দলই চা বাগানে আগুনে পুড়ল অফিসের নথি, দগ্ধ ২ প্রহরী

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৮৪ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তি মালিকাধীন দলই চা বাগানের অফিস কার্যালয়ে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অফিসে রক্ষিত অর্ধশত বছরের সকল নথিপত্র। এসময় অফিসে দায়িত্বে থাকা শ্রীপ্রসাদ পাশী (২৬) ও সৎ নারায়ণ রাজভর (২৫) নামে দুই নৈশ প্রহরী আগুনে দগ্ধ হয়েছেন। বুধবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

সকালে দগ্ধ হওয়া প্রহরী শ্রীপ্রসাদ পাশীকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ও অপরজনকে সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দলই চা বাগান সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে চা বাগানের অফিস কার্যালয়ের হিসাব রক্ষকের কক্ষের ভেতরে হঠাৎ আগুন দেখতে পায় প্রহরীরা। মুহুর্তের মধ্যেই আগুন বাকি কক্ষগুলোতে ছড়িয়ে পড়লে আগুনে প্রধান ব্যবস্থাপকের কক্ষ, সহকারী ব্যবস্থাপকের কক্ষ, জেনারেল কক্ষ, টিলা বাবুদের কক্ষ ও হেড ক্লার্কের কক্ষের সকল নথিপত্র ভস্মীভূত হয়ে যায়। পরে স্থানীয় শ্রমিকেরা চেষ্টা চালিয়ে ভোর পাঁচ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে প্রত্যক্ষদর্শী আরেক নৈশ প্রহরী বাবলু ফুলমাহালী বলেন, ‘ অফিস কার্যালয়ের পাশের স্টোররুমের বারান্দায় সে ঘুমিয়ে ছিল। রাত পৌনে তিনটার দিকে মুখোঁশ পরা একদল যুবক তাকে ধরে অফিসের দরজার কাঁচ ভেঙে আগুন লাগায়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তারা পালিয়ে যায়। তখন সে সাথে সাথে দৌড়ে গিয়ে কারখানায় থাকা সাইরেন ও পাগলা ঘন্টা পিটাই। অফিসের বারান্দায় থাকা নৈশ প্রহরী প্রসাদ ও সৎ নারায়ণের শরীর অনেক অংশ পুড়ে গেছে।’

দলই চা বাগানের প্রধান ব্যবস্থাপক আজগর আলী খান বলেন, ‘প্রায় অর্ধশত বছরের সকল নথিপত্র অফিস কার্যালয়ে রক্ষিত ছিল, যা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। নথিপত্র নষ্ট করার জন্যই দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে বলে ধারনা করছি আমরা। এ ঘটনায় আতঙ্কে আজ (বুধবার) কোন শ্রমিক কাজে যায়নি। তাদের মজুরিও দেয়া সম্ভব হয় নি। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাগান কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!