1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় ঘরমুখো মানুষ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন

বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় ঘরমুখো মানুষ

  • প্রকাশিত : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৪২ জন পড়েছেন

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) চাকরি করেন রংপুরের পীরগাছা উপজেলার পারুল গ্রামের হাফিজুর রহমান হাফিজ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শুক্রবার (৮ জুলাই) বিকেল ৫ টায় এলেঙ্গা বাসস্ট্যান্ডে আসেন তিনি। রাত ১০ টায় বাড়তি ভাড়ায়ও তিনি পাননি কোন গণপরিবহন। এতে তিনি বাড়িতে যাওয়া নিয়ে শঙ্কিত।

এছাড়াও রাতেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে।

বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, বুধবার রাত ১২ টা হতে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এতে সেতুর পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩টি পরিবহন পার হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ১৮ হাজার ৪৮২টি পরিবহন সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা অতিক্রম করেছে। এছাড়া মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে ৬ হাজার ৩৪১টি।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতের ঘুম হারাম করে পুলিশ সড়কে দায়িত্ব পালন করেছে। মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!