1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

ঈদের রাতে গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

  • প্রকাশিত : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৯০ জন পড়েছেন

প্রতি বছরের মতো এবারের ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। ‘রঙের দুনিয়া’ নামের সেই অনুষ্ঠান টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রচার করবে আজ রাত ১০টা ৩০ মিনিটে।

২০১৬ সাল থেকেই ধারাবাহিকভাবে প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান প্রচার হবে সঙ্গীতানুষ্ঠানে।

তবে প্রতি বছর দশটি গান দিয়ে তার একক সংগীতানুষ্ঠান সাজানো হলেও এবার গান রাখা হয়েছে ৯টি। গানগুলোর শিরোনাম- তোমার ঐ চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের উপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য জন্য আমি।

এগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজেও।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!