1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২৩ পূর্বাহ্ন

মা হওয়ার তারিখ জানালেন পরীমণি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৭৮ জন পড়েছেন

তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের ঘরে নতুন অতিথি আসতে চলেছে এ কথা ভক্তদের জানা। ইতোমধ্যে দুজনে অনাগত সন্তানের জন্য কেনাকাটাও সেরেছেন। রাজ-পরীর ঘরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কবে প্রথম সন্তান জন্মের সুখবর দেবেন পরীমণি, এবার সে কথা নিজেই জানালেন। ভক্তদের মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ জানিয়ে দিলেন নায়িকা।

গত মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে।

বিষয়টি নিয়ে পরীমণি বলেন, ‘চিকিৎসকরা সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ দিয়েছেন ২৮ আগস্ট। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি (মা), খালাসহ অনেকেই আমার বাসায়। এরমধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি। ’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!