মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ভাষা দিবস উপলক্ষে কবি অয়েকপম অঞ্জুর ‘সেতুর মায়াবী বন্ধন’ কাব্যগ্রন্থের প্রকাশনা ও গুণীজন সংবর্ধনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার আদমপুরের নয়াপত্তন মণিপুরী কাংশং ভবনে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের মণিপুরী ভাষা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার এ আয়োজন করে।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সেমিনার পেপার উপস্থাপন করেন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. হোমেন থাংজম, ইউনিভার্সিটি অব স্যুওন, সাউথ কোরিয়ার সহকারী অধ্যাপক ড. জিনাইন লাইশ্রমচা এবং আর্টেনক্রা‘র ডিরেক্টর রবীন্দ্র থৌনাওজম।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, চাউবা মনিপুরী মেমোরিয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি মিউজিয়ামের ডিরেক্টর হামোম তনুবাবু। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ড. অমর য়ুম্নাম, এক্স ভিসি(ইনচার্জ), মণিপুর ইউনিভার্সিটি।
অপরদিমে দ্বিভাষী কবিতার ‘সেতুর মায়াবী বন্ধন’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা এল জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন।
লৈচোম্বম পূর্ণিমার সঞ্চালনায় সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ড. অমর য়ুম্নাম, এক্স ভিসি(ইনচার্জ), মণিপুর ইউনিভার্সিটি, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম, এইমস‘র সভাপতি ময়েংলম্বম খেলেন্দ্র এবং কবি অয়েকপম অঞ্জু।
অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন নাওরোইবম রতন, সোরাম মণিকান্ত, ইবুংহাল সিংহ শ্যামল, য়ুম্নাম নৃপেন্দ্র, থোঙাম প্রহল্লাদ এবং ‘সেতুর মায়াবী বন্ধন’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা পাঠ করেন অওয়াংতাবম সমরেন্দ্র, রওশন আরা বাঁশি, থাংজম নিভা ও হঞ্জবম কুঞ্জবতি।
কবি অয়েকপম অঞ্জুর অনুবাদ করা দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন থাংজম নিশা ও একটি নজরুলগীতি পরিবেশন করেন অবিনাশ সিংহ।
প্রকাশনা অনুষ্ঠান শেষে এল জয়ন্ত সকলের দীর্ঘায়ু ও মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারের উত্তরোত্তর উন্নতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।