২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা হবে। সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৯ জুলাই সংশোধিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা নেয়া হবে। সারাদেশে ৭১১টি কেন্দ্রে ১ হাজার ৮৭৯টি কলেজের প্রায় ২ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।