1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ

  • প্রকাশিত : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৯৯ জন পড়েছেন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ। সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসমতে, দেবী কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। তাদের বিশ্বাস, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী। কালীপূজা শক্তির পূজা।

ভক্তদের কাছে তিনি শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। গৃহে বা মন্ডপে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী হওয়ায় বিভিন্ন অঞ্চলে শ্মশানে শ্মশানকালী পূজা হয়। কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করেন। এটি দীপাবলি নামে পরিচিত। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা, স্বজনদের স্মরণ করেন। একই সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করে আলোকিত পৃথিবীর প্রত্যাশা করেন। এদিন মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণসহ ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে নানা উপাচারে মহাসমারোহে পূজা হয়। ভক্তরা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!