হ্যাটট্রিক পাননি তাসকিন, তবে বাংলাদেশকে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ১৪৪ রান তাড়ায় নেদারল্যান্ডস চাপে পড়ে গেছে প্রথম ২ বলেই। তাতে প্রথম ওভারে এসেছে মাত্র ৩ রান। তিন ওভার শেষেও তাদের রান ছিল মাত্র ৬। ইনিংসের প্রথম বাউন্ডারিটিও পায় চতুর্থ ওভারে এসে। কিন্তু সেই ওভারে ফের জোড়া উইকেট হারাতে হয় টিউলিপের দেশটিকে।
ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রথম ডেলিভারিতেই সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা পাঠান ডেভিড ও দাউদ। কিন্তু ছক্কা মারার পরের বলেই আউট এই ব্যাটার। এক বল পর ফের আরও এক ব্যাটারের বিদায়। তাসকিনের পর জোড়া আঘাত আসে সাকিবের ওভারে।
তবে দুটো উইকেটই রান-আউট। ছক্কা মারার পরের বলে দুই রান নিতে গিয়ে রান-আউট হন দাউদ। আফিফের ছোড়া বলটি স্টাম্পে আঘাত হানতে মোটেও দেরি করেননি সাকিব। আর চতুর্থ বলে তিন রান নিতে গিয়ে আউট হন টম কুপার। ব্যাট হাতে রানে ফেরার ম্যাচে ফিল্ডিংয়েও অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। তার ছুড়ে দেওয়াতেই দ্রুত স্টাম্প ভাঙেন নুরুল হাসান সোহান।
তাতে পাওয়ার প্লেতে টাইগার বোলাররা আরও চেপে ধরে ডাচ ব্যাটারদের। ৬ ওভার শেষে তারা দাঁড় করাতে পেরেছে ৩২ রানের সংগ্রহ।