ভারতের রাজধানী নয়াদিল্লি বায়ুদূষণের মাত্রা প্রচণ্ড বেড়েছে। দীপাবলির আগে পরিবেশের এমন বিপর্যয়ে শঙ্কিত স্থানীয়রা।
দূষণ কমাতে এরই মধ্যে আতশবাজি বেচাকেনা ও পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় নেয়া হবে বলে জানিয়েছেন দিল্লি সরকার।
দীপাবলির আগেই ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ। রোববার স্থানীয় সময় সকালে মারাত্মক বায়ুদূষণের কবলে পড়ে শহরটি। দূষণের মাত্রা এতটাই তীব্র যে অল্প একটু দূরে কোনকিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। দূষণের কারণে নানা ধরনের শারীরিক জটিলতার সম্মুখীন হন বিভিন্ন বয়সের মানুষ। এমন নাজুক অবস্থার জন্য নিজেদেরকেই দায়ী করেন স্থানীয়রা।