বাংলাদেশ পুলিশের সিলেট মেট্রোপলিটনের সদর ও প্রশাসন বিভাগের মোটরযান শাখার চলতি বছরের অক্টোবর মাসে শ্রেষ্ঠ ড্রাইভার হিসেবে প্রশংসিত হলেন কমলগঞ্জের সন্তান পুলিশ কনস্টেবল (ড্রাইভার) মোঃ ছিদ্দিকুর রহমান (সাদেক)।
আজ রবিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ তার হাতে একটি প্রশংসা পত্র তুলে দেন।
ছিদ্দিকুরের প্রশংসাপত্র পাওয়া ও শ্রেষ্ঠ ড্রাইভার মনোনীত হওয়ার তার জন্মস্থান মৌলভীবাজারের কমলগঞ্জের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন বার্তা জানাচ্ছেন।